
মাছ চাষে প্রশিক্ষণ পেলেন ৬০ মৎস্য চাষী
জেলার কালীগঞ্জে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় স্থানীয় ৬০ জন মৎস্য চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়। আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি ব্যাচে উপজেলা পল্লী উন্নয়ন অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে প্রশিক্ষণ বাস্তবায়ন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আস সাদিক জামান। অন্যান্যোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদিয়া রহমান, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের শেখ হালিমা ফারহানা মিতু, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. মাহবুবুর আলম, ফারজানা সরকার, মো. আলিফ হোসেন প্রমুখ।